সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:০৬

সিলেট, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা এই বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। চলতি মাসের ১৯ দিনে সিলেটে ৬৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ২৩ জন এবং হবিগঞ্জে ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুইজন, নগরের রাগীব রাবেয়া হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে একজন রয়েছেন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সিলেট বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি। 

চলতি বছরে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩০ জন। আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
১০