ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১০

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ম্যাচের জন্য বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দলের জয়ে বড় অবদান রাখেন স্পিনার রিশাদ হোসেন। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। 

মিরপুরের স্পিন স্বর্গ উইকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদের পাশাপাশি বাংলাদেশ দলে স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম। অকেশনাল স্পিনার হিসেবে দলের প্রয়োজনে বল করতে পারেন সাইফ হাসানও। 

বাংলাদেশের হয়ে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন নাসুম। ২০২২ সালে অভিষেকের পর ১৮ ম্যাচ খেলে ৪.৪৮ ইকোনমিতে ১৬ উইকেট শিকার করেছেন তিনি। 

আগামী ২১ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
নৌপরিবহন উপদেষ্টা ও চীনের পরিবহন মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব
১০