কুমিল্লায় জাতীয় পর্যায়ে নজরুলের ৩ দিনব্যাপী ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানমালা শুরু

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২২:৩২
ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ

কুমিল্লা (দক্ষিণ), ২৫ মে, ২০২৫ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ কুমিল্লায় শুরু হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।  

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। 

আজ বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এতে স্মারক বক্তব্য দেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।   

আলোচনা পর্ব শেষে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথা’ গান দুটি পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করে ‘পরদেশী মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান তিনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ
দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী
১০