বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ  শুরু হয়েছে ২ দিনব্যাপী ‘জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদু উৎসব ২০২৫।

সকাল দশটায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এ জাদু প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালা শুরুর পূর্বে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন এবং নন্দিত জাদুশিল্পী ও কর্মশালার প্রধান প্রশিক্ষক শাহীন শাহ্।

আজ ও আগামীকাল  সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা  পর্যন্ত  চলবে এ জাদু প্রশিক্ষণ কর্মশালা।

এ কর্মশালা ও উৎসবের মূল উদ্দেশ্য হলো দেশীয় জাদু শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাদুশিল্পীদের মাঝে একটি সৃজনশীল মঞ্চ তৈরি করা যেখানে তারা তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করতে পারবেন।

উল্লেখ্য, এবারের এই ২ দিনব্যাপী জাদু কর্মশালায় মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন স্বনামধন্য জাদুশিল্পী শাহীন শাহ্ (প্রধান প্রশিক্ষক), তপু মনোয়ার, সাদাত মামুন, মো. বাসেদ ও মৃন্ময় মিজান। আধুনিক ও প্রাচীন জাদুর বিভিন্ন কৌশল শেখানো হবে এই কর্মশালায়।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে 'জাদু উৎসব, ২০২৫'। সকলের জন্য উন্মুক্ত থাকবে এ উৎসব।

জাদু উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। সভাপতিত্ব করবেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

উৎসব-এ জাদু কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ
দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী
১০