হাবিপ্রবি’র তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
হাবিপ্রবি’র তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ -ছবি : বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ। শিরোপা নির্ধারণী ম্যাচে বিজ্ঞান অনুষদকে ৬ উইকেটে হারিয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ।

আজ দুপুরে দিনাজপুর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মাঠে দুপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ে পাঠায় বিজনেস স্টাডিজ অনুষদ। ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান করে বিজ্ঞান অনুষদ।
জবাবে ৭ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান তুলে জয় নিশ্চিত করে বিজনেস স্টাডিজ অনুষদ।

সেমিফাইনালে কৃষি অনুষদকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিজনেস স্টাডিজ অনুষদ।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের আকিব রাজা, টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের সাঈদ এবং টুর্নামেন্ট সেরা বোলার ইঞ্জিনিয়ারিং অনুষদের তুষার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা বাড়ে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে তোমাদের শরীর ও মন ভালো থাকবে। আমি চাই হাবিপ্রবি পড়াশোনা এবং গবেষণায় যেমন এগিয়ে যাবে, তেমনি ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যাক। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। বিজয়ী ও রানার্স-আপ উভয় দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে।’

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। 

এসময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ অংশগ্রহণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা
সিলেটে আইনগত সহায়তা দিবস পালিত
চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা ও সাহিত্য সমৃদ্ধ করা যায়: বাংলা একাডেমি মহাপরিচালক
১০