হাবিপ্রবি’র তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
হাবিপ্রবি’র তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজনেস স্টাডিজ অনুষদ -ছবি : বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ। শিরোপা নির্ধারণী ম্যাচে বিজ্ঞান অনুষদকে ৬ উইকেটে হারিয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ।

আজ দুপুরে দিনাজপুর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মাঠে দুপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ে পাঠায় বিজনেস স্টাডিজ অনুষদ। ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান করে বিজ্ঞান অনুষদ।
জবাবে ৭ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান তুলে জয় নিশ্চিত করে বিজনেস স্টাডিজ অনুষদ।

সেমিফাইনালে কৃষি অনুষদকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিজনেস স্টাডিজ অনুষদ।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের আকিব রাজা, টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের সাঈদ এবং টুর্নামেন্ট সেরা বোলার ইঞ্জিনিয়ারিং অনুষদের তুষার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা বাড়ে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে তোমাদের শরীর ও মন ভালো থাকবে। আমি চাই হাবিপ্রবি পড়াশোনা এবং গবেষণায় যেমন এগিয়ে যাবে, তেমনি ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যাক। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। বিজয়ী ও রানার্স-আপ উভয় দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে।’

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। 

এসময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ অংশগ্রহণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০