তীব্র গরমে অসুস্থ মানুষকে সেবা দিতে দিশেহারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৪:১৮
ছবি : বাসস

নওগাঁ, ১৩ জুন, ২০২৫ (বাসস): গত কয়েকদিনের টানা তাপপ্রবাহের কারণে জেলার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। ডায়রিয়া ও গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে অন্তত ২৫০জন রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৫জন। আর প্রচণ্ড গরমের কারণে পানি শূন্যতা, পেট ব্যথা, জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসা নিয়েছেন আরও ১৫০জন।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৭জন। ফলে বেডের অভাবে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রুমের বাইরে  বৈদ্যুতিক পাখার সুবিধা না থাকায় গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনেরা।

গত বুধবার সন্ধ্যায় পিরপালি বাজার থেকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুরসিয়া বিবি (৬০)। তিনি অভিযোগ করে বলেন, তিনদিন ধরে আমাকে বারান্দায় রাখা হয়েছে। বিদ্যুৎ নেই, ফ্যানও নেই। গরমে আর পেটব্যাথায় একেবারে নাকাল অবস্থা। একটু ভালো জায়গা আর চিকিৎসার ঠিকঠাক ব্যবস্থা করলে সুস্থ হতে পারতাম।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে আলাপকালে তারা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবি জানান। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হুসাইন আরিফ বলেন, কোরবানির দিন থেকে বিরূপ আবহাওয়ার কারণে হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে গেছে। জনবল সংকটে আমরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, মাত্র চারজন চিকিৎসক নিয়ে ৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আবাসিক চিকিৎসাসেবা চালিয়ে নিতে হচ্ছে। হঠাৎ রোগীর চাপ অনেক বেড়ে যাওয়ায় বেড সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর চাপ এ রকম থাকলে আমাদের আরও সমস্যায় পড়তে হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবার উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়ায় বিদেশি পিস্তলসহ এক ডাকাত গ্রেফতার
বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা
নওগাঁয় ছাত্রদলের ফ্রি ব্লাড ব্যাংক ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাকিস্তানে বন্যার্তদের উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের প্রাণহানি
আগামীকাল শ্রদ্ধা জানাতে বদরুদ্দীনের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে
রাশিয়া ইউক্রেনে ৮ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর : প্রসিকিউটর তামীম
নির্বাচনে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান
১০