ডোমিনিকান-যুক্তরাষ্ট্র যৌথ অভিযানে কোকেন পাচারকারী নৌকা আটক

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩১

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডোমিনিকান-যুক্তরাষ্ট্র যৌথ অভিযানে কথিত কোকেন পাচারকারী একটি  নৌকা আটক  করেছে ডোমিনিকান রিপাবলিক। ওই নৌকা থেকে ৫০০ কিলোগ্রাম কোকেন জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের বৃহৎ আঞ্চলিক সামরিক উপস্থিতির মধ্যে এ অভিযান পরিচালিত হয়। ডোমিনিকান কর্তৃপক্ষ শনিবার এ জানিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিডি) এক বিবৃতিতে জানিয়েছে, ‌মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের অপারেশন সাউদার্ন স্পিয়ারের এর সহায়তায়  ডোমিনিকান উপকূলে নৌকাটি জব্দ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, নৌকাটি আটক করার জন্য তারা মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

ডিএনসিডি জানিয়েছে, ‘অভিযুক্ত মাদকের একটি উল্লেখযোগ্য চালান বহনকারী একটি জাহাজে করে ডোমিনিকান উপকূলীয় জলসীমার দিকে আসা বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করার জন্য  অভিযান পরিচালনাকারী ইউনিটগুলো আকাশ, সমুদ্র এবং স্থলপথে একটি ব্যাপক অভিযান পরিচালনা করে।’

সংস্থাটি জানিয়েছে, ২৭ ফুট লম্বা দুটি আউটবোর্ড মোটরযুক্ত নৌকা থেকে দুই ডোমিনিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৫০০ কিলো গ্রাম (১,০০০ পাউন্ড) কোকেন জব্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে, অপারেশন সাউদার্ন স্পিয়ার হলো লাতিন আমেরিকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের অংশ, যার লক্ষ্য  মাদক-সন্ত্রাসী' কার্টেল দ্বারা পরিচালিত মাদক পরিবহনকারী নৌকা দমন করা।

তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে তার সরকার উৎখাতের জন্য সামরিক অভিযান প্রস্তুত করছেন।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সন্দেহভাজন মাদক পাচারকারী ২১টি নৌকা বোমা মেরে ধ্বংস করেছে। যার ফলে  কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো নিজেই একটি মাদক কার্টেলের নেতৃত্ব দিচ্ছেন এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ট্রাম্প বলেন, ভেনিজুয়েলা সম্পর্কে তিনি ‘কিছুটা’ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সভা 
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
১০