
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাপানের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলে ছাই পড়ার সতর্কতা জারি করা হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভোরের আগেই জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমায় অগ্ন্যুৎপাতের ফলে ৪ হাজার ৪০০ মিটার পর্যন্ত ছাই ও ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কাগোশিমা প্রিফেকচারের এই ঘটনা ঘটেছে।
সেখানকার একজন কর্মকর্তা এএফপিকে জানান, এতে কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে অগ্ন্যুৎপাত বেশ কয়েকবার অব্যাহত থাকায়, আবহাওয়া সংস্থা কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি প্রিফেকচারের কিছু অংশে ছাই পড়ার পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটি যেসব এলাকায় মাঝারি পরিমাণে ছাই পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে ছাই থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা হিসেবে ছাতা বা মুখোশ ব্যবহার করার ও ধীরে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি তিন স্কেল সতর্কতা অপরিবর্তিত রেখেছে।
এই সতর্কতা জনসাধারণের পাহাড়ে প্রবেশাধিকার সীমিত করে।