কলম্বিয়ার সামরিক হামলায় ১৫ জন অপহৃত শিশু নিহত

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার আগস্ট থেকে গেরিলা যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক হামলায় এ পর্যন্ত ১৫ জন শিশু নিহত হয়েছে, যাদের সবাইকে একই সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছিল।

কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সাম্প্রতিক দুটি সামরিক বোমা হামলায় পাঁচ শিশুর মৃত্যুর কথা জানিয়েছেন। কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, আরো সাতজনের মৃত্যু হয়েছে। তবে তাদের বয়স জানানো হয়নি।

পরবর্তীতে সোমবার, কলম্বিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস জানায়,  ২৪ আগস্ট মধ্য গুয়াভিয়ারের দক্ষিণাঞ্চলীয় বিভাগে হামলায় তিনজন নাবালক নিহত হয়েছে।

সেনাবাহিনী ও প্রসিকিউটররা ১০ অক্টোবরের একটি হামলার তদন্ত ঘোষণা করার পর পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন, অপরাধীরা জোরপূর্বক তাদের শত্রুতা করতে বাধ্য করে।

কলম্বিয়ায় জাতিসংঘের মানবাধিকার অফিস অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিরাপত্তা বাহিনীকে গেরিলা গোষ্ঠীর কাছে অপহৃত শিশুদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানিয়েছে।

কলম্বিয়ায় গড়ে প্রতি দুই দিনে একজন অপ্রাপ্তবয়স্ককে অপহরণ করা হয়, প্রায়শই যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের তুলে  নেওয়া হয়।

পেট্রো বলেন, তিনি সৈন্যদের জীবন রক্ষার জন্য বোমা হামলার নির্দেশ দেন। শিশুদের বেদনাদায়ক মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ভুক্তভোগীদের মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন পেট্রো। তিনি লিখেছেন, ‘আমি এই দুঃখ আমার বিবেকে ধারণ করব।’ 

তবে পেট্রো ২০১৬ সালের শান্তি চুক্তির পর নিরস্ত্র ফার্ক গেরিলা গোষ্ঠীর ভিন্নমতাবলম্বীদের একটি অংশকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে ন্যায়পালের অফিসের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

প্রসিকিউটররা বলছেন, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ১ হাজার ১ শতাধিক শিশুকে সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছে।

১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত, এই অপহরণের সংখ্যা ছিল ২৩ হাজার ৮০০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ সভা 
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
১০