ঝালকাঠি, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ১৫ কেজি মা ইলিশও জব্দ করা হয়।
আজ সোমবার সকাল থেকে নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।
এ সময় জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানান, সকাল থেকে বিষখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে জাল নদীতে রেখেই জেলেরা পালিয়ে যায়। এ সময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।