গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ একটি অবিস্মরণীয় নাম: তারেক রহমান 

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫০
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফেসবুক

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাঙালির স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ একটি অবিস্মরণীয় নাম। 

সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে তারেক রহমান  বলেন, আসাদের শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার।

তারেক রহমান শহিদ আসাদ দিবস উপলক্ষে আজ এক বাণীতে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ’৬৯-এর গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘গণতন্ত্রের জন্য শহিদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছে। এমতাবস্থায় আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি।’

তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন বিওপি ক্যাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি
অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখেন জহির
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা না মেনে বীজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
খুলনায় ক্রীড়া সামগ্রী বিতরণ
দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী জনসভা
ডিজিটাল সেন্টারের আলোয় বদলে যাওয়া এক গ্রামের গল্প : কেন্দ্রবিন্দুতে উদ্যোক্তা লাভলী রানী
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
১০