বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গমন

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) :  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এক সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানিয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, রয়েল সৌদি এয়ারফোর্স-এর আমন্ত্রণে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। 

সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্স-এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। 

এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। 

সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার স্টাফ টক এন্ড একচেঞ্জ ট্রেনিং এন্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। 

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান উক্ত সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
মেসিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
মাগুরায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ
সুদের হার কমাতে ট্রাম্পের চাপ সত্ত্বেও স্থির থাকার ইঙ্গিত মার্কিন ফেডের
আবারও ২শ রান করে হারলো ওয়েস্ট ইন্ডিজ
‘দুর্ভিক্ষ’ না ‘অনাহার’? গাজার মানবিক বিপর্যয় সংজ্ঞায়নের চ্যালেঞ্জ
১০