ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপের ১৭তম আসরে সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ভারতের ওপেনার অভিষেক শর্মা।
৭ ম্যাচের ৭ ইনিংসেই ব্যাট করে ৪৪.৮৫ গড় ও ২শ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩১৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিষেক। টুর্নামেন্টে মোট ৩টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অভিষেকের। দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে টাইগারদের বিপক্ষে ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়াও হাফ-সেঞ্চুরি পাওয়া অন্য দুই ইনিংসের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ এবং শ্রীলংকার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন অভিষেক।
টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কার। ৬ ইনিংস ব্যাট করে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৬০.১২ স্ট্রাইক রেট ও ৪৩.৫০ গড়ে ২৬১ রান করেন এই ডান-হাতি ব্যাটার। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান নিশাঙ্কাই। সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৭টি চার ও ৬টি ছক্কায় ৫৮ বলে ১০৭ রানের ইনিংস খেলেও শ্রীলংকার হার এড়াতে পারেননি নিশাঙ্কা।
২টি হাফ-সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ১১৬.০৪ স্ট্রাইক রেট ও ৩১ গড়ে ৭ ইনিংসে ২১৭ রান করেন তিনি। ভারতের বিপক্ষেই করেছেন দু’টি হাফ-সেঞ্চুরি।
৫৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করে ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন ভারতের তিলক ভার্মা। ৬ ইনিংসে ১৩১.৪৮ স্ট্রাইক রেট ও ৭১ গড়ে ২১৩ রান করেছেন তিলক।
৭ ইনিংসে ১৮১ রান করে তালিকার পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান।
সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশের কেউ নেই। ৪ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭৮ রান নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন টাইগার ওপেনার সাইফ হাসান। এবারের আসরে বাংলাদেশের পক্ষেও সর্বোচ্চ রান সাইফের।
এশিয়া কাপে শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট
অভিষেক শর্মা (ভারত) ৭ ৭ ৩১৪ ৪৪.৮৫ ২০০.০০
পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা) ৬ ৬ ২৬১ ৪৩.৫০ ১৬০.১২
শাহিবজাদা ফারহান (পাকিস্তান) ৭ ৭ ২১৭ ৩১.০০ ১১৬.০৪
তিলক ভার্মা (ভারত) ৭ ৬ ২১৩ ৭১.০০ ১৩১.৪৮
ফখর জামান (পাকিস্তান) ৭ ৭ ১৮১ ৩০.১৬ ১২০.৬৬