স্বৈরাচারী সরকারের শাসনামলে হাজারো নেতাকর্মী গুম-খুনের শিকার: ডা. জাহিদ হোসেন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:৩৯
ছবি : বাসস

কুমিল্লা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ পুনর্গঠনের প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা। 

তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত এবং হাজারো বিএনপি নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন।

আজ বুধবার দুপুরে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে শত শত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং আজো তাদের খোঁজ মেলেনি। এই অন্যায়ের বিচার করাই বিএনপির আন্দোলনের অন্যতম লক্ষ্য। দেশের মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করা হবে দলের অঙ্গীকার।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. জাহিদ হোসেন বলেন, ‘কুমিল্লায় অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য আহত ও মামলা-হামলার শিকার হয়েছেন। আমরা তাদের স্মরণ করছি এবং যারা এখনো নির্যাতিত, তাদের পাশে বিএনপি সর্বদা থাকবে।’

এর আগে সকাল থেকে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন। পরে একটি বিজয় র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেয়া হয় এবং জাতীয় ও দলীয় পতাকা বহন করা হয়।

সমাবেশ ও র‌্যালিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা-মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধন
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জেলের লাশ
সুনামগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ মন্ত্রী নিহত
লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ ৬ জেলে
ট্রাম্পের শুল্ক থেকে শতভাগ ‘ছাড়’ পাচ্ছে টিএসএমসি
গাজায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে ইসরাইলের নির্দেশ
দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেফতার
পুতিনের সঙ্গে ‘খুব শিগগির’ সাক্ষাৎ হতে পারে: ট্রাম্প
১০