মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকট সমাধান জরুরি। মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে।

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

মেয়র ডা. শাহাদাত বলেন, মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ থেকে ফিল্ড সার্ভে শুরু হলো। এরপর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ শুরু হবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রকল্পটির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সব সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সভায় চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প
পূর্ব স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ‘রেড এলার্ট’ জারি
গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
১০