ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীর বিরুদ্ধে প্রতারণার দায়ে মানিলন্ডারিং আইনে মামলা

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকা প্রতারণার দায়ে মানিলন্ডারিং আইনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মানিলন্ডারিং অনুসন্ধানকালে জানা যায় ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান অন্যান্য অভিযুক্তরা বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করে।

অনুসন্ধানকালে আরও জানা যায়, অভিযুক্তরা গত ২ বছরে সর্বমোট ৩ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করে। সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারিত থাকলেও নূর আলীসহ আসামিরা জনপ্রতি দেড় লাখ টাকা আদায় করে। ভুক্তভোগীদের থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ফি ও পোশাক সংক্রান্ত ফি’র নামে এসব অতিরিক্ত খরচ আদায়ের তথ্য পাওয়া যায়।

এতে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা করে সর্বমোট ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়। যা মানিলন্ডারিং অপরাধ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)/৪(৪) মোতাবেক গুলশান থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-৫৮ বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজায় ‘সামরিক স্বাধীনতা’ বজায় রাখার দাবি ইসরাইলি মন্ত্রীর
পূর্ব স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ‘রেড এলার্ট’ জারি
গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
১০