ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শাহিবজাদা ফারহানের হাফ-সেঞ্চুরিতে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে জয়ের জন্য ১৭২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তুলে পাকিস্তান। জুটিতে ৩ চারে ৯ বলে ১৫ রান করে ভারতের পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হন ওপেনার ফখর জামান।
জামান ফেরার পর ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে রানের চাকা সচল রাখেন ফারহান ও সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে সাইমের সাথে ৪৯ বলে ৭২ রান যোগ করার পথে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান।
১১তম ওভারে প্রথম বোলিং করতে এসে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শিবম দুবে। ১৭ বলে ২১ রান করা সাইমকে ফেরান দুবে।
দলীয় ৯৩ রানে সাইম আউট হবার পর পাকিস্তানের রান ১শ পার করেন ফারহান ও হুসেন তালাত। তবে ৫ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন দু’জনই। ১০ রান করা তালাতকে বিদায় দেন স্পিনার কুলদীপ যাদব। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে দুবের দ্বিতীয় শিকার হন ফারহান। ১৫তম ওভারে ১১৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
পঞ্চম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিতে পাকিস্তানকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক আঘা সালমান ও মোহাম্মদ নাওয়াজ। ১৯তম ওভারের তৃতীয় বলে ২১ রানে রান আউট হন নাওয়াজ।
এরপর ইনিংসের শেষ ৯ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ এনে দেন সালমান ও ফাহিম আশরাফ।
১টি চার ও ২টি ছক্কায় ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ফাহিম। ১৩ বলে অনবদ্য ১৭ রান করেন সালমান।
ভারতের দুবে ২টি, পান্ডিয়া-কুলদীপ ১টি করে উইকেট নেন।