ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ এবং বরিশালের একজন করে রয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন।   

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৪৪ হাজার ১৮৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৪৬ হাজার ৭৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফুন বুয়ালোই: ভিয়েতনাম ও ফিলিপাইনে নিহত ৪০
পিরোজপুরে জেলা রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে আটক ২
পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 
আফগানিস্তান সিরিজের আগে ভিসা জটিলতায় সৌম্য
নীলফামারীতে সাবেক এমপি তুহিনের পূজা মণ্ডপ পরিদর্শন
রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের
সাতক্ষীরায় পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা
বরিশালে ৬,০১,৭১৬ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে
বাবুর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম জয় রংপুরের
দেশের মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি: ডা. জিয়াউদ্দিন 
১০