সর্বোচ্চ উইকেট কুলদীপের; শীর্ষ পাঁচে মুস্তাফিজ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ১৭ উইকেট নিয়ে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন চ্যাম্পিয়ন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। 

৭ ইনিংসে ২৫.১ ওভার ব্যাট করে ১৫৮ রানে ১৭ উইকেট শিকার করেছেন কুলদীপ। এশিয়া কাপের ইতিহাসে এক আসরে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) সর্বোচ্চ উইকেট শিকারে শ্রীলংকার সাবেক রহস্যময়ী স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড স্পর্শ করেন কুলদীপ। ২০০৫ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ৫ ইনিংসে ১৭ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। 

এবারের আসরে কুলদীপের সেরা বোলিং ফিগার ছিল ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট। এছাড়া ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। শিরোপা নির্ধারনী ম্যাচে ৪ ওভারে ৩০ রান দেন কুলদীপ। 

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রানার্স-আপ পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ২৪.৫ ওভার বল করে ১৬৪ রান খরচ করেন আফ্রিদি। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়ে এবারের আসরে সেরা বোলিং করেন তিনি। 

সমান ৯টি করে উইকেট নিয়ে পরের তিনটি স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের হারিস রউফ। জুনায়েদ ৯ ওভারে ৫৭, মুস্তাফিজ ২৩ ওভারে ১৭১ এবং রউফ ১৮.২ ওভারে ১৬৫ রান দেন। তাদের মধ্যে মাত্র ৩ ম্যাচ খেলেছেন জুনায়েদ।

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ পাঁচ বোলার :

বোলার    ম্যাচ    ইনিংস    ওভার    ওান    উইকেট
কুলদীপ যাদব (ভারত)    ৭    ৭    ২৫.১    ১৫৮    ১৭
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)    ৭    ৭    ২৪.৫    ১৬৪    ১০
জুনায়েদ সিদ্দিকী (সংযুক্ত আরব আমিরাত)    ৩    ৩    ৯.০    ৫৭    ৯
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)    ৬    ৬    ২৩    ১৭১    ৯
হারিস রউফ (পাকিস্তান)    ৫    ৫    ১৮.২    ১৬৫    ৯

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান
আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা 
কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ
১০